Header Ads

Header ADS

হতাশায় ডুবে যাওয়া জীবনের আয় এখন মাসে ৫০ হাজার টাকারও বেশি

 


ইউসুফ আহমেদ জীবন পেশায় একজন ফ্রিল্যান্সার। ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন অনলাইনে। কখনো বা অনলাইনে দেন ফ্রিল্যান্সিংয়ের ওপর প্রশিক্ষণ। এখন গড়ে প্রতি মাসে তার এক লাখ টাকার বেশি। কিন্তু কয়েক বছর আগেও তিনি ছিলেন অর্থকষ্টে। হতাশায় ভুগেছেন দীর্ঘদিন। এখন ঘুরে দাঁড়িয়েছেন নিজের চেষ্টায়।

২০২০ সালে আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন জীবন। পরে ২০২২ সালে কমলগঞ্জ সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে এইচএসসি পাশ করেন । এখন মৌলভীবাজার সরকারি কলেজে মেনেজমেন্ট বিষয়ে পড়াশুনা করছেন। জীবনের পরিবারের অবস্থা ছিল অসচ্ছল। মধ্যবিত্ত পরিবারে খেয়ে না খেয়ে বেড়ে উঠেছে ফ্রিল্যান্সার জীবন !


ইউসুফ আহমেদ জীবন স্নাতক শেষে চাকরির পেছনে না ছুটে ২০২৩ সালের ডিসেম্বরে নিজেই ‘ফিউচার একাডেমি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলেন। শুরুতে এ প্রতিষ্ঠান গড়ার পেছনে তার লক্ষ্য ছিল প্রশিক্ষণ দিয়ে আয় করা। 



জানা যায়, তরুণদের কথা চিন্তা করে স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেল Freelancer Jibon- এ ফ্রিতে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দিবেন |


Official Channel:- Freelancer Jibon
Official Page:- Freelancer Jibon
Our Institute Page:- Future Academy

No comments

Powered by Blogger.