What is Digital Maketing? ডিজিটাল মার্কেটিং কি
What is Digital Maketing? ডিজিটাল মার্কেটিং কি -
ডিজিটাল ডিভাইস এবং প্রযুক্তি (মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি) ব্যবহার করে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা করাই হলো ডিজিটাল মার্কেটিং। যেটাকে অনলাইন প্রচারণা ও বলা হয়।
ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ
ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। নিচের লিস্টে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ সম্পর্কে জানতে পারবেন। আসুন লিস্টটা দেখে নেই।
- এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
- এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
- কন্টেন্ট মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
- এফিলিয়েট মার্কেটিং
- ইমেইল মার্কেটিং
- ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
- সিপিএ মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।
তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। আসুন আমরা বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাগুলো জেনে নেই।
খুব সহজে বিশাল অডিয়েন্সের কাছে পোঁছানো যায় বলে ডিজিটাল মার্কেটিং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক সুবিধা বিদ্যমান, চলুন জেনে নেওয়া যাক ডিজিটাল মার্কেটিং এর উল্লেখযোগ্য সুবিধাসমূহ সম্পর্কে।
ডিজিটাল মার্কেটিং এ আয় কেমন ?
Digital marketing করে আপনি কত টাকা আয় করতে পারবেন সেটা সম্পূর্ণটা বিভিন্ন আলাদা আলাদা কারণের ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।
যেমন, আপনার যোগ্যতা, দক্ষতা, অবস্থান, আপনি যেই ক্লায়েন্টদের সাথে কাজ করেন ইত্যাদি।
নিচে আমি কিছু ডিজিটাল মার্কেটিং এর সাধারণ ভূমিকা গুলোতে বছরে প্রায় কত টাকা আয় করা যাবে সেটা বলে দিচ্ছি।
- Digital Marketing Manager: 400,000 টাকা থেকে 1,500,000 টাকা বছরে।
- Search Engine Optimization (SEO) Specialist: টাকা 250,000 থেকে 800,000 টাকা বছরে।
- Pay-Per-Click (PPC) Manager: 300,000 টাকা থেকে 1,000,000 টাকা বছরে।
- Social Media Manager: 250,000 টাকা থেকে 800,000 টাকা বছরে।
- Content Marketing Manager: 300,000 টাকা থেকে 1,000,000 টাকা বছরে।
- Email Marketing Manager: 250,000 টাকা থেকে 800,000 টাকা বছরে।
মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং করে কত টাকা আয় করা যাবে, ওপরে আমি এর কেবল একটি অনুমান আপনাদের জন্যে তুলে ধরেছি। আপনার প্রকৃত উপার্জন এর পরিমান company, industry এবং অভিজ্ঞতার মতো বিষয় গুলোর ওপরে ভিক্তি করে সেট করা হবে।
এছাড়া, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে বা একজন ফ্রীল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট গুলো করেও আপনারা প্রচুর ইনকাম করতে পারবেন।
No comments